Shorts BD

বিশ্বকাপ ব্যর্থতার দায় কি এড়াতে পারবেন সাকিব–তামিম? তাড়া করবে কি বাকি জীবন?

বিশ্বকাপ ব্যর্থতার দায় কার

বিশ্বকাপের আগে হঠাৎ তামিম ইকবালের অবসর, প্রধানমন্ত্রীর অনুরোধে ফিরে আসা। আবার বিশ্বকাপের দল থেকে বাদ পড়া, ভারতের বিমানে উঠার আগ মূহুর্তে তামিমের বিরুদ্ধে হাজারো অভিযোগ এনে সাকিবের মিডিয়ায় সাক্ষাতকার দেয়া! বিশ্বকাপের ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে বাজে রেজাল্ট, এ যেন এক সিনেমার স্ক্রিপ্ট।

আর এতে সবচেয়ে বড় ক্ষতিটা হয়ে গেছে দেশের ক্রিকেটের! হৃদয় ভেঙ্গেছে কোটি ক্রিকেট ভক্তের। বিশ্বকাপের পর ক্রিকেট এর চিত্রটাই পাল্টে গেছে। দেশে সবচেয়ে বেশী সম্মান অর্জন করা ক্রিকেট ও ক্রিকেটাররা এখন ভুয়া ভুয়া ধ্বনিতে গ্যালারি উত্তাল হতে দেখে!

বিশ্বকাপ পারফরম্যান্স মূল্যায়নে বিশেষ কমিটির সাকিব-তামিম এর সাথে বৈঠকের খবরে ক্রিকেট ভক্তদের মনে একটাই প্রশ্ন সাকিব-তামিম কে বাকিজীবন তাড়া করবে কি এই ব্যর্থতা!!

Exit mobile version