Shorts BD

‘বঙ্গবন্ধু বিচ’ নামকরন করার নির্দেশনা বাতিল ‘সুগন্ধা বিচই’ বহাল থাকবে!

সুগন্ধা বিচ

কক্সবাজার সমুদ্র সৈকতের সবচেয়ে লোকারন্য ‘সুগন্ধা বিচ’ এর নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু বিচ’ করার নির্দেশনা অবেশেষ বাতিল হয়েছে।

এই নাম পরিবর্তনের নির্দেশনার চিঠির পর এটি নিয়ে নানা আলোচনা-সমালোচনা হচ্ছে সামাজিকযোগাযোগ মাধ্যমে। কক্সবাজার সমুদ্র সৈকতের এত দিনের পুরনো নাম হঠাৎ করে পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলা হয় বিভিন্ন মহল থেকে।

কক্সবাজারের জেলা প্রশাসককে নির্দেশনা বাতিল করে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

Exit mobile version