হ্যাটট্রিক করেও এল ক্লাসিকোয় ইতিহাসের সবচেয়ে কষ্টদায়ক রেকর্ড – এক মৌসুমে চার হার!

0
443
এক মৌসুমে চার হার

ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে এল ক্লাসিকোর ইতিহাসে এমন এক রেকর্ড গড়েছেন, যা তিনি হয়তো কখনোই চাননি। এল ক্লাসিকোতে নিজের প্রথম মৌসুমেই তিনি টানা চার ম্যাচে পরাজিত হয়েছেন, যা এই দ্বৈরথের ইতিহাসে আগে কখনো ঘটেনি। আজকের ম্যাচে এমবাপ্পে দুর্দান্ত হ্যাটট্রিক করেন—৩টি গোল করে নিজের দক্ষতার প্রমাণ রাখলেও, রিয়াল মাদ্রিদ শেষ পর্যন্ত হেরে যায় বার্সেলোনার কাছে। এই হারের ফলে এল ক্লাসিকোয় তার প্রথম মৌসুম স্মরণীয় হয়ে থাকছে এক নেতিবাচক রেকর্ডের জন্য। সমর্থকরা হতাশ হলেও, তার পারফরম্যান্স আশা জাগাচ্ছে আগামী দিনের জন্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here