চার মাসের চিকিৎসা শেষে আগামী সোমবার (৫ মে) দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন দলের সিনিয়র নেতারা। ফিরতি যাত্রায় তার সঙ্গে থাকছেন দুই পুত্রবধূ ডা. জোবায়দা রহমান ও সৈয়দা শামিলা রহমান সিঁথি।
খালেদা জিয়ার চিকিৎসক ডা. জাহিদ হোসেন জানিয়েছেন, “ম্যাডামের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো।” বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাকে দেশে আনা হবে। যদিও পূর্ণ এয়ার অ্যাম্বুলেন্স সুবিধা নেই, তবে সব ধরনের চিকিৎসা নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানান তিনি। খালেদা জিয়ার এই ফেরাকে ঘিরে দলে চলছে ব্যাপক প্রস্তুতি।