ওয়ারেন বাফেট: এক অনন্য জীবন, বিনিয়োগের জাদু ও মানবিকতার গল্প

0
406
ওয়ারেন-বাফেট

৯৫ বছরে পা দিয়েছেন বিশ্বের অন্যতম শ্রদ্ধেয় ধনী ও বিনিয়োগকারী ওয়ারেন বাফেট। চিজ বার্গার ও চেরি কোকাকোলার ভক্ত বাফেট এখনো খেলেন কন্ট্রাক্ট ব্রিজ, আর দেখেন ‘ব্রেকিং ব্যাড’। এক বাসায় থাকছেন টানা ৬৫ বছর ধরে, লেনদেন করেন নগদে, আর আয়কৃত সম্পদের বেশিরভাগটাই বিলিয়ে দেন। বারাক ওবামা যাঁকে বলেছেন, ‘শুধু ধনী নন, তিনি ভালোবাসার মানুষও।’ ১৩৩ বিলিয়ন ডলারের সম্পদের মালিক বাফেট জীবনে পেয়েছেন অনেক প্রত্যাখ্যান, অর্জন করেছেন অসাধারণ সফলতা, এবং হয়ে উঠেছেন বিশ্বমানবতার প্রতীক। বিনিয়োগ ও ব্যবস্থাপনায় তাঁর জ্ঞান আজও নতুন প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়ে আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here