কিলিয়ান এমবাপ্পে

কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদ যুগ শুরু হয়ে গেল। ২-০ গোলে নিজের প্রথম ম্যাচ এ আটলান্টা কে হারিয়ে স্বপ্নের ক্লাবে রাজকীয় অভিষেক হল বর্তমান সময়ের সবচেয়ে দ্রুত গতির এই ফুটবলারের। বেলিংহাম এর পাশ থেকে নিখুত শটে গোল করে অভিষেক ম্যাচেই রিয়াল মাদ্রিদ এর গ্যালারি আনন্দে ভাসিয়ে হয়ে গেলেন UEFA Super Cup চ্যাম্পিয়্যান। আজ রাতে স্প্যানিশ ফুটবল স্বাগত জানাল তাদের নতুন রাজাকে!
বিস্তারিত পড়ুন Goal

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here